Aindrila Sharma : প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে জয়া আহসান, ঐন্দ্রিলার মৃত্যুতে শোকপ্রকাশ তারকাদের

বয়স তো মাত্র ২৪, এই বয়সেই যে ওঁকে এভাবে পৃথিবী ছাড়তে হবে তা কে-ই বা মানতে পারে! এখনও ৩০-এর গণ্ডিও পার করেনি ঐন্দ্রিলা। এই বয়সেই এভাবে সকলকে কাঁদিয়ে চলে যেতে হবে! এর আগেও দু'বার কঠিন লড়াই জিতে ফিরে এসেছেন, তাই আশা ছিল, এবারটাও পারবেন। নাহ তবে হল না। তাঁর সঙ্গে মন থেকে প্রার্থনা করেছিলেন অনেকেই। তবে তা আজ সব ব্যর্থ। এদিন তরুণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবরে সোশ্যালমিডিয়া হয়ে উঠেছিল ঐন্দ্রিলময়।

Aindrila Sharma, Facebook, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বয়স তো মাত্র ২৪, এই বয়সেই যে ওঁকে এভাবে পৃথিবী ছাড়তে হবে তা কে-ই বা মানতে পারে! এখনও ৩০-এর গণ্ডিও পার করেনি ঐন্দ্রিলা। এই বয়সেই এভাবে সকলকে কাঁদিয়ে চলে যেতে হবে! এর আগেও দু'বার কঠিন লড়াই জিতে ফিরে এসেছেন, তাই আশা ছিল, এবারটাও পারবেন। নাহ তবে হল না। তাঁর সঙ্গে মন থেকে প্রার্থনা করেছিলেন অনেকেই। তবে তা আজ সব ব্যর্থ। এদিন তরুণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবরে সোশ্যালমিডিয়া হয়ে উঠেছিল ঐন্দ্রিলময়।

এদিন তারকা থেকে অনুরাগী, ঐন্দ্রিলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, 'ঐন্দ্রিলা, কেন এত তাড়াতাড়ি চলে গেলে ? 
তুমি তো যোদ্ধা ছিলে তুমি কেন চলে গেলে ? You were supposed to come back! a winner...

Comments